অভয়নগরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্ক অবস্থানে প্রশাসন

0
0

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ সম্প্রতি সারাদেশের সীমান্ত বর্তী জেলাগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থানে অভয়নগর উপজেলা প্রশাসন। সীমান্ত বর্তী জেলা যশোরের অভয়নগর উপজেলায় সম্প্রতি ৪ জন করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়ন্ট ধরা পড়ে সেইসাথে সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসেছে অভয়নগর উপজেলা প্রসাশন।

তার ই ধারাবাহিকতায় গতকাল ৭/৬/২০২১ তারিখ সোমবার সকাল থেকে নওয়াপাড়া বাজারের ব্যস্ততম জনবহুল হাসপাতাল রোড সহ তার আশপাশের রাস্তাগুলোতে (নুরবাগ-জগবাবুর মোড়-বেংগল রেল ক্রসিং বাইপাস রোড)বাঁশ দিয়ে রাস্তা ব্লক করতে দেখা যায়।ফলে কমতে শুরু করে ভীড়। বেলা বাড়ার কিছুক্ষন পর হাসপাতালে রূগীদের আসা যাওয়া বিঘ্নিত হওয়ার বিষয়টি উপলব্ধি করে রুগী দের চলাচলের সুবিধার্থে বাঁশের ব্যরিগেট তুলে নেয় প্রশাসন। এদিন নওয়াপাড়া পৌরসভা মেয়র সুশান্ত কুমার দাস জনসাধারনকে সাথে নিয়ে মাস্কবিতরন সহ মাইকিং করে জন সাধারন কে সচেতন করেন। পুলিশ প্রশাসনকে ভ্যান-রিকশা,ইজিবাইকের যত্রতত্র পার্কিং ঠেকাতে ও মাস্কের ব্যবহার নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here