অভয়নগরে কঠোর লকডাউনের নির্দেশনা জারী

0
0

মনিরুজ্জামান মিল্টন (অভয়নগর প্রতিনিধি ঃ সম্প্রতি যশোরের অভয়নগর উপজেলায় ক্রমাগত করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ আশংকাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় যশোর ও নওয়াপাড়া পৌর এলাকায় কঠোর লকডাউনের নির্দেশনা জারী করেছে জেলা প্রশাসন। যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটি র সভার সিদ্ধান্ত মোতাবেক ৯ই জুন দিবাগত রাত ১২.০১ টা হতে ১৬ই জুন রাত ১২.০০ টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হবে। নির্দেশনায় গণপরিবহন চলাচলের উপর নিষেধাজ্ঞা সহ জন সাধারনের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে খোলা জায়গায় কঁাচা বাজার, নিত্য প্রয়োজনীয় মুদি দোকান, ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান ও বিপনি বিতান বন্ধ থাকবে। হোটেল রেস্তোরাঁ গুলো সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে সকাল৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখতে পারবে।জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না।জরুরী সেবা (গ্যাস,বিদ্যুৎ, টেলিযোগাযোগ, ইন্টারনেট ইত্যাদি) সংশ্লিষ্ট ব্যক্তিরা কার্যক্রম চালাতে পারবে। এছাড়াও বেশ কিছু নির্দেশনা জারী করেছে জেলা প্রশাসন। কোভিড-১৯ রোধকল্পে প্রশাসনেরএই ধরনের সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন বিজ্ঞজনেরা । সেই সাথে নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সঠিক দেখভালের দাবি ও করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here