মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর (যশোর) প্রতিনিধিঃযশোরের অভয়নগর উপজেলায় কোভিড -১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্দোত্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনার এস এম ই ঋনের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩৪ জন উদ্দ্যোত্তার মাঝে ৩৪ লাখ টাকার চেক বিতরন করা হয়। ১৮ই আগষ্ট বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ ঋন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বি আর ডি বি এর উপপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান। এ ছাড়াও প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, বিশিষ্ট ব্যাক্তি বর্গ ও সাংবাদিক বৃন্দ। উদ্দ্যোত্তাদের মধ্যে ১৩ জন ডেয়ারি ফার্ম খাতে,৭ জন ক্ষুদ্র ব্যবসা খাতে,গরু মোটাতাজা করন খাতে ২ জন,মৎস্য চাষ খাতে ৯ জন, কুটিরশিল্প খাতে ২ জন এবং হস্তশিল্প খাতে ১ জনকে চেক বিতরনের মাধ্যমে এ ঋন সুবিধা প্রদান করা হয়।