মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের আওতায় বিতর্ক ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত 

0
3

স্টাফ রিপোর্টার – গতকাল রবিবার সকালে সারাদেশের ন্যায় অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতি প্রতিারোধ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যুৎসাহী সদস্য মোয়াজ্জেম হোসেন খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মাহবুব হোসেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা, ম্যানেজিং কমিটির সদস্য আঃ রাজ্জাক, অভিভাবক সাংবাদিক জাকির হোসেন হৃদয়, শিক্ষক কাজী আঃ হাকিম প্রমূখ। রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসাবে ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মিহির কান্তি মন্ডল, ফিরোজা পারভীন ও কাজী সেলিম হোসেন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ক্রীড়া শিক্ষক হাবিবুর রহমান। ‘দারিদ্রতা নয় দূর্নীতি হলো মূল সমস্যা’ শীর্ষক বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগীতায় ১০ম শ্রেণীর নিলুফা ইয়াসমিন-প্রথম, ৯ম শ্রেণীর সুসমিতা সাহা চৈতী দ্বিতীয় এবং ৬ষ্ঠ শ্রেণীর সেজুতি খাতুন তৃতীয় এবং রচনা প্রতিযোগিতার ৮ম শ্রেনীর অর্পি খাতুন প্রথম,৯ম শ্রেণীর সানজিদা আক্তার দ্বিতীয় এবং ৮ম শ্রেণীর সুকন্যা শীল কোয়েল তৃতীয় স্থান অধিকার করে। দূর্নীতি প্রতিরোধ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশের প্রতিটি গৌরবময় অর্জনের সার্থক রুপকার আমাদের তরুন সমাজ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে প্রতিটি আন্দলন সংগ্রামে তারুন্যের শীর্যদীপ্ত ভ‚মিকা তরুনদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। বাংলাদেশের সকল উন্নয়ন ও সমাজ পরিবর্তনের অন্যতম প্রতিবন্ধক দুর্নীতি। দুর্নীতি সমাজের নিকৃষ্টতম অন্যায়ের উদাহরন, দারিদ্র, অবিচার ও অব্যবস্থাপনাকে প্রকটতর করে তোলে দুর্নীতি। আজকের বাংলাদেশে সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় হতাশার অন্ধকার ঠেলে উজ্জ্বল আলোয় প্রিয় স্বদেশকে এগিয়ে নিতে সকলকেই দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here