মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধি:
জ্বালানী তেল, সারের বর্ধিতমূল্য প্রত্যাহার ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অভয়নগরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারে এ কর্মসূচি পালিত হয়।
জনা গেছে, গতকাল বিকাল সাড়ে চারটার দিকে জ্বালানী তেল, সারের বর্ধিতমূল্য প্রত্যাহার ও চাল, ডালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রথমে একটি মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। এরপর নওয়াপাড়া বাজারের নূরবাগে যশোর খুলনা মহাসড়কে তারা বিক্ষোভ করে। বাংলাদেশের ওয়ার্কার্স পাটি, মার্ক্সবাদীর ইনচার্জ কমরেড চৈতন্য কুমার পালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের যশোর জেলার আহবায়ক কমরেড কিশোর অধিকারী,সিপিবি নেতা অধ্যাপক চিন্ময় কুমার বিশ্বাস,নয়া গণতান্ত্রিক গণমোর্চার জাতীয় কমিটির সদস্য কমরেড আজিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, মার্ক্সবাদীর যশোর জেলা নেতা কমরেড নূর আলম, কমরেড অরুন ঘটক, কমরেড কানু বিশ্বাস, শ্রমিক নেতা মোশারফ হোসেন, কৃষক মুক্তি সংগ্রামের অভয়নগরের আহবায়ক আব্দুর রউফ, কমরেড মানিক মেখ, কমরেড গোলাম মোর্তজা প্রমুখ। বক্তারা এ সময় দ্রুত জ্বালানী তেল, ইউরিয়া সারের বর্ধিতমূল্য প্রত্যাহার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান। উক্ত দাবিতে বক্তারা আগামী ২৫ তারিখে উপজেলায় আধাবেলা হরতাল পালনের ঘোষনা দেন।অনুষ্ঠান পরিচালনা করেন সাম্যবাদী আন্দোলন, কেন্দ্রীয় পাঠচক্র কমিটির সদস্য কমরেড রিপন আহমেদ গাজী।