অভয়নগরে নৈশ প্রহরী হত্যা রহস্য উদঘাটন। আটক ২

0
1
অভয়নগর প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে গলায় গামছা পেঁচিয়ে নৈশ প্রহরী মিন্টু তরফদার (৬০) হত্যার রহস্য উদঘাটন করেছে
পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
উল্লেখ্য যে গত ২০ শে আগষ্ট সকালে উপজেলার ভৈরব নদের দুর্গাপুর এলাকায় সরকার গ্রুপের একটি ঘাটের অফিস থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।মিন্টু তরফদার নামের (৬০) ওই নৈশ প্রহরী উপজেলার নওয়াপাড়া গ্রামের নর্থ বেংগল এলাকায় মুসা তরফদারের ছেলে।
তার মৃত্যুর  ঘটনার সাথে জড়িত দুইজন কে আটক করতে সক্ষম হয়েছে পিবি আই। মোবাইল ছিনিয়ে নেয়ার জন্য নৈশ প্রহরী মিন্টু তরফদারকে হত্যা করা হয় বলে জানান সংস্থাটি।
এলাকাবাসী ও নিহতের পরিবার আসামী দের উপযুক্ত শাস্তি দাবি  করেছেন। সেই সাথে আশা প্রকাশ করেন যেন এমন মর্মান্তিক ঘটনা যেনো  পুনরায় না ঘটে,।সে ব্যপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here