স্টাফ রিপোর্টার –অভয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মাছের পোনা অবমুক্ত ও শ্রেষ্ঠ মাছ চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি এ কর্মসূচির আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার সকালে অভয়নগর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী নওয়াপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করেন প্রধান অতিথি অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহীনুরজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) আতাউর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাছ চাষি ও সিআইজি সভাপতি গোপিনাথপুরের এস এম আব্বাস আলী, বায়ড় সভাপতি আব্দুর রহমান, মাছ চাষি শফি কামাল প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিবিন্ন ইউনিয়ন চেয়ারম্যানগণ, হ্যাচারী মালিক, মৎস্য চাষি সহ এলাকার সাধারণ মানুষ। অনুষ্ঠান পরিচালনা করেন, মো.জসিমুদ্দিন সোহাগ।