অভয়নগরে ভৈরব নদে নৌকা বাইচ- ২০২২ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

0
0
অভয়নগর  প্রতিনিধি, মনিরুজ্জামান মিল্টনঃ
বরাবরের মত অভয়নগরের ভৈরব নদে নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হলো।  আফিল গ্রপের পৃষ্ঠপোষকতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নৌকা বাইচ প্রতিযোগিতায় ছিলো  দর্শকদের উপচে পড়া ভীড়।
১১ই নভেম্বর শুক্রবার দুপুরের পর হতেই শুরু হওয়া নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন দীঘলিয়া উপজেলার আলকাস আলীর সোনার বাংলা, দ্বিতীয় স্থান অধিকার করেন তেরোখাদা উপজেলার দিদার মোল্যার নৌকা ভাই জল জল পরী এবং তৃতীয় স্থান অধিকার করেন টুংগিপাড়ার স্বপন বিশ্বাসের নৌকা জয় মা দুর্গা নৌকা।প্রতিযোগিতায় মোট নয়টি নৌকা অংশগ্রহণ করে।
নৌকা বাইচ শুরু হয় নোয়াপাড়ার তালতলা থেকে নোয়াপাড়া ফেরীঘাট পর্যন্ত। এই তিন মেইল এলাকায়  নদীর দুধারে দর্শনার্থীদের তিল ধরানোর ঠাই ছিলো না। দুপুরের পর থেকেই ভীড় জমাতে থাকা ছোট বড় সববয়সী মানুষ নদীর দুধারে ভীড় জমাতে থাকে।
লক্ষ  মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় পৌর মেয়র জনাব সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক জনাব মোঃ  তমিজুল ইসলাম খঁান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক আফিল গ্রুপের চেয়ারম্যান জনাব আফিল উদ্দীন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেজবাহ উদ্দীন,অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক জনাব সরদার অলিয়ার রহমান, থানার অফিসার ইনচার্জ কে এম শামিম হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, নেতা,সহ সকল স্তরের
লোকজন।
এ ই ধরনের  অনুষ্ঠান কে স্বাগত জানিয়েছেন দূর দুরান্ত থেকে আসা সাধারণ মানুষ। তাদের আশা এ ধরনের অনুষ্ঠান আমাদের ঐতিহ্য যা বেশি বেশি করে  অনুষ্ঠিত হবে, যা সাধারণ মানুষের মধ্য আনন্দের খোরাক যোগাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here