অভয়নগর প্রতিনিধি, মনিরুজ্জামান মিল্টনঃ
যশোরের অভয়নগরে ভেজাল সার তৈরি ও বিক্রির অপরাধে আরিফ হোসেন (৪৫) নামের এক অসাধু ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটক আরিফ পুরাখালি গ্রামের মৃতঃ আবু বকরের পুত্র ও ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ছোট ভাই।
জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে অসৎ উপায় অবলম্বন করে ভেজাল সার তৈরি ও বিক্রি করে কৃষক ও কৃষি জমির মারাত্মক ক্ষতি করে আসছিলেন। তার তৈরি সার ক্রয় করে প্রতারনা শিকার হয়েছেন হাজারও কৃষক।
উল্লেখ্য যে, জেলা গোয়েন্দা শাখা, যশোর। এর অভিযানে গত (১৩ ডিসেম্বর ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, সংগীয় এসআই(নিঃ)/ মোঃ সাদ্দাম হোসেন, এএসআই(নিঃ)/ মোঃ আজাহারুল ইসলাম, এএসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ০১:২০ ঘটিকায় পুড়াখালী সাকিনস্থ আসামী মোঃ আরিফ হোসেন মোল্লা ওরফে আরিফ(৫২), পিতা-মৃতঃ আবু বকর মোল্লা, সাং-পুড়াখালী, থানা-অভয়নগর। কে সফল ভাবে আটক করেন।
এছাড়া, আসামীর বিরুদ্ধে বিভিন্ন মামলা সমুহ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছেঃ
১। যশোর এর কোতয়ালী থানার এফআইআর নং-১৪২, তারিখ- ২৮ নভেম্বর, ২০১২; ধারা- ২৫-C ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন,
২। নীলফামারী এর নীলফামারী সদর থানার এফআইআর নং-৪৮, তারিখ- ২৪ জুলাই, ২০১৭; তারিখ- ২৪ জুলাই, ২০১৭; ধারা- ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড-১৮৬০;
৩। যশোর এর অভয়নগর থানার এফআইআর নং-২৪, তারিখ- ২২ মে, ২০১৬; ধারা-
১৪৩/৪৪৮/৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড-১৮৬০;
৪। চুয়াডাঙ্গা এর জীবননগর থানার এফআইআর নং-১৮, তারিখ- ২৯ অক্টোবর, ২০০৮; ধারা- ৩৬৪/৩৮৪/১১৪ পেনাল কোড।
জনগন, এসকল প্রতারকের উপযুক্ত শাস্তি দাবি করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলেআলোচনা – সমালোচনা শুরু হয়েছে।