আল আমিন জনিঃ শনিবার (৩১শে ডিসেম্বর) বছরের শেষ দিনের সূর্যাস্ত যেতেই শুরু হয় নতুন বছরের প্রহর গোনা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। রবিবার (১লা জানুয়ারি) রাতে ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই বদলে গেলো ঘরের কোণায় ঝুলে থাকা ক্যালেন্ডার। আমাদের দোরগোড়ায় এরই মধ্যে এসে দাঁড়িয়েছে ইংরেজি নতুন বছর! স্বাগত ২০২৩
২০২২ সালের চলে যাওয়ার মধ্য দিয়ে অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হলো আরেকটি মাইলফলক। এই যে মহাকালের যাত্রা, সেখানে একেকটি বছর আসে নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে। আমরা মুছে ফেলি গত হয়ে যাওয়া বছরের গ্লানি। উৎসাহ খুঁজে পাই সুখকর ঘটনাগুলো থেকে, তারপর এগিয়ে যাই অগ্রগতির দিকে।
নতুন এই বছর অফুরান প্রত্যাশা নিয়ে এসেছে সবার কাছে। এই নতুন হোক উত্তরণের, কালের যাত্রায় এগিয়ে চলার। নতুনের আবাহনে জেগে উঠুক সমগ্র দেশ, বিশ্ব। ২০২৩ সাল মানুষের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি সেই প্রত্যাশায় অভয়নগরবাসী সহ সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ২০২৩
শেখ অলিয়ার রহমান
অভয়নগর উপজেলা আওয়ামী যুবলীগ
ও
নির্বাহী সদস্য, নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়।
অভয়নগর, যশোর।