স্টাফ রিপোর্টার –
যশোরের অভয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিজ্ঞান মেলা, সৃজনশীল মেধা অন্বেষণ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯-এ নির্বাচিত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নওয়াপাড়া সরকারি ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো.শাহীনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশিকুজ্জামান ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আসমা খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক স্কুল ক্যাটাগরির উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক এসএম ফারুক আহমেদ, মাদরাসা ক্যাটাগরির শ্রেষ্ঠ শিক্ষক মো. সোলায়মান, কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক জান্নাতুন নাঈম, শ্রেষ্ঠ মাদরাসা প্রধান এমএম মনিরুজ্জামান, শ্রেষ্ঠ কলেজ প্রধান সেলিম ইকবাল প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিদ্বয় শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।