স্টাফ রিপোর্টার – অভয়নগর (যশোর) :
বোমা নিস্ক্রিয় করতে যেয়ে বোমার বিস্ফোরনে এক র্যাব সদস্যর বাম হাত উপড়ে গেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় অভয়নগর থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত ওই র্যাব সদস্য র্যাব-৬ এর কর্পোরাল মো: শহিদুল ইসলাম। আহত র্যাব সদস্য শহিদুল ইসলামকে যশোরের সিএমএইচে ভর্তি করা হয়েছে।
অভয়নগর থানা পুলিশ জানায়, যশোরের অভয়নগর থানা পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করে। আদালতের অনুমতি নিয়ে গতকাল রোববার সকালে অভয়নগর থানার জব্দকৃত ৭ টি বোমা নিস্ক্রিয় করতে র্যাব-৬ এর ডিএডি মোস্তফা কামালের নেতৃত্বে ৬ সদস্যর একটি দল অভয়নগর থানায় আসেন। সকাল সাড়ে ১০ টার সময় একটি বোমা নিস্ক্রিয় করতে যেয়ে অসাবধানতা বশত বিস্ফোরিত হয়। এসময় র্যাব-৬ এর কর্পোরাল মো: শহিদুল ইসলাম শহিদের বাম হাত উড়ে যায়। তাকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তাজুল ইসলাম জানান অভয়নগর থানা পুলিশের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করে। ওই বোমাগুলি নিস্ক্রিয় করতে আদালতের অনুমতি নিয়ে র্যাব-৬ এর বোমা নিস্ক্রিয় টিমের নিকট আবেদন করা হয়। গতকাল রোববার বোমা নিস্ক্রিয় করার সময় এ দুর্ঘটনা ঘটে।