অভয়নগর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক এর জানাজা ও দাফন সম্পন্ন

0
0

স্টাফ রিপোর্টার – অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা মুক্তিযুদ্ধ কালিন কমান্ডার যশোর জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক  আব্দুল মালেক মোল্যা (৭৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি .. .. রাজিউন)।  শুক্রবার দিবাগত রাত ১২ টার সময়  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফুলতলা এলাকায় পৌছলে তার মৃত্যু হয়। শনিবার বাদ জোহর নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে প্রথম দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এবং আছর বাদ ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে উপজেলার বারান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 আব্দুল মালেক মোল্যা ছিলেন একজন কৃষক প্রেমিক। তিনি উপজেলার কৃষি উন্নয়নের অনেক অবদান রেখেছেন। নতুর ফল ফসলের আবাদ করা যেন তার নেশা ছিলো। ভবদহ জলাবদ্ধার হাত থেকে মুক্তি পেতে তিনি আপ্রান চেষ্টা করেছেন। তিনি উপজেলা চেয়ারম্যান থাকা কালিন বিল কপালিয়ায় টি আর এম বাস্তবায়ন করতে যেয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারাত্মক আহত হয়েছিলেন। তিনি ছিলেন সদালাপি ও সাধামাঠা একজন মানুষ। তার আচারনে কষ্ট পেয়েছে এমন নজির নেই। যে কারনে দলমত নির্বিশেষে তার জানাজায় হাজারো মানুষের ঢল নামে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাঁকে গার্ড অব অনার দেওয়ার সময় উপস্থিত ছিলেন- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য,  যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,অভয়নগর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এনামুল হক বাবুল, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর,  নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস,অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ফারাজী এফরুল রেজা রিপন

অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা, নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম সরদার, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুনসহ বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here