উদ্বোধনের পর সেতুটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেতুটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা ভূমি উপকমিশনার জনাব রফিকুল ইসলাম সহ রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
সারাদেশের ন্যায় যশোর -খুলনা- নড়াইল সহ ফরিদ পুর, টুংঙ্গি পাড়া সাথে এক সেতু বন্ধন হলো।যার ফলে ব্যবসায়িক, কৃষি ও ভোগ্যপন্যের বাজারজাত করনের ব্যাপক সহজ হবে। সেতুটি ৯২ কোটি ৭৩লাখ ৪৪ হাজার ৫৯১ টাকা ব্যায়ে নির্মিত হয়েছে। ১৫টি পিলার কলামের উপর ৭০২.৫৫ মিটার দৈর্ঘ্য ৮.১ মিটার প্রস্থে সেতুটি। ২০১৫ সালের জুন মাসের শুরুতে ম্যাক্স জয়েন্ট ভেঞ্চার নামক টিকাদারী কাজ শেষ করে।