ডা. শাহরিয়ার আহমেদঃ যশোর জেলার অভয়নগর উপজেলার কৃতি সন্তান ডা. কৃষ্ণপদ সাহার কলোরেক্টাল সার্জারীতে এমএস ডিগ্রী অর্জন।
ডা. কৃষ্ণপদ সাহা তিনি বাংলাদেশের ২৩তম চিকিৎসক হিসেবে কলোরেক্টাল সার্জারিতে এই এমএস ডিগ্রি অর্জন করেছেন।
ডা. কৃষ্ণপদ সাহার জন্ম ১০ই অক্টোবর ১৯৭৯ সালে।
তিনি ১৯৯৪ সালে যশোর জেলার অভয়নগরের মহাকাল পাইলট হাইস্কুল থকে কৃতিত্বের সহিত এসএসসি সম্পন্ন করেন।
তিনি যশোর ক্যান্টমেন্ট কলেজে থেকে ১৯৯৬ সালে এইচএসসি সম্পন্ন করেন।
এরপর শের-ই-বাংলা মেডিকেল কলেজ,বরিশাল থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন।
যশোরের সন্তান হিসেবে এবং বরিশাল চিকিৎসা মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে কলোরেক্টাল সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করা প্রথম চিকিৎসক ডা. কৃষ্ণ পদ সাহা।
ডাঃ কৃষ্ণপদ সাহা তিনি বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত আছেন।