অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

0
0
অভয়নগর প্রতিনিধি, মনিরুজ্জামান মিল্টনঃ
যশোরের অভয়নগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট
হয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১২ই নভেম্বর  শনিবার দুপুরে সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামের বিলে গরু হোসল করানোর সময় বিদ্যুতের তার ছিঁড়ে শরীরের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।সেইসাথে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসময় গরুটিরও মারা যায়।
নিহত ওই এইচএসসি পরীক্ষার্থীর নাম জয় মণ্ডল(১৮)। তিনি উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামের তরুণ মণ্ডলের ছেলে। তিনি মনিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
 তরুণ মণ্ডল জানান, আজ শনিবার দুপুরে জয় মণ্ডল বাড়ির কাছে ডহর মশিয়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বিলে গরু গোসল করানোর জন্য নিয়ে যান। বিলের ভেতর দিয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি সোজা রাখার টানা তারের সাথে তিনি গরুর দড়ি বেঁধে রাখেন। দুৃপুর একটার দিকে গোসল করানোর সময় গরু দড়ি টান দিলে বৈদ্যুতিক খুঁটির তার ছিড়ে জয়ের এবং গরুর শরীরের ওপর পড়ে। এতে গরুটি ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের লোকজন গুরুতর আহত জয় মণ্ডলকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত তাঁকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে দেওয়ার পথে দুপুরে আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
অভয়নগর থানার উপপরিদর্শক(এসআই) মনিরুল ইসলাম বলেন, বিলে গরু গোসল করানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে জয় মণ্ডলের মৃত্যু হয়। বিদ্যুৎপৃষ্ট হয়ে এসময় গরুটিরও মারা যায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here