সমাজের কণ্ঠ ডেস্ক :জুলাই ১, ২০১৯ –
আনিস তপন: পুনর্বিন্যাস নয়, প্রয়োজনে মন্ত্রিপরিষদ সম্প্রসারিত হতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মন্ত্রিপরিষদের কিছু পদ-পদবি খালি আছে। কাজেই এখানে এক্সপান্ড হতে পারে, রিশাফলের চেয়ে এটার সম্ভাবনা বেশি।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, তবে এ বিষয়টি জানা যাবে, প্রধানমন্ত্রী চীন থেকে ফিরে আসার পরে।
তিনি বলেন, এখনও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নেই, এ ধরনের যেসব জায়গা আছে, সেগুলোর শূন্যতা পূরণ হবে পারে। আর দপ্তর পরিবর্তনতো কিছু হয়ে গেছে, আরও কিছু হতে পারে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের মাইনর একটা পরিবর্তনতো করেছেন।
‘তবে সহসাই এটা হচ্ছে তা আমার মনে হয় না’ বলেও সাংবাদিকদের কাছে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
‘আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে চীনে যাচ্ছেন কি না’- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, দলের সাধারণ সম্পাদক হিসেবেতো আমাকে দেশেই থাকতে হবে। প্রয়োজন না থাকলে আমাদের কারও যাওয়া উচিৎ নয়। আমি যাওয়ার ইচ্ছে প্রকাশ করিনি, এমনকি আমার যাওয়ার প্রয়োজনও নেই। চীন সফর সম্পর্কিত দুই একটি বিষয় আছে, যেখানে সচিবরা গেলেই চলবে।