আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি

0
1

কণ্ঠ  ডেস্ক – ১৬ জুলাই, ২০১৯ :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অপারেশন পরবর্তী স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন) ডা. আবু নছর রিজভী। তিনি বলেছেন, তার স্বাস্থ্য বর্তমানে স্থিতিশীল রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ সন্তোষ প্রকাশ করেন। পরে ডা. ফিলিপ কোহ এর বরাত দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের সাংবাদিকদের এ কথা বলেন।

ডা. রিজভী জানান, দুপুরে কাদেরের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে।

এ সময় অন্যান্যর মাঝে জনাব কাদেরের সহধর্মিনী অ্যাডভোকেট ইসরাতুন্নেছা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য নিজাম হাজারী, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, দূতাবাস কর্মকর্তা গাজী আল আমিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ জুলাই (রবিবার) সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুর যান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here