সমাজের কণ্ঠ ডেস্ক – দীর্ঘ ৩ বসর প্রতিক্ষার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন বা হাতি স্পিনার তাইজুল ইসলাম এবং সঙ্গে দলে ডাক পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার আবু জায়েদ রাহী। ছুটি চাওয়ায় শ্রীলঙ্কা সফরের দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। ওয়ানডে ১৪ সদস্যের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন।