সমাজের কণ্ঠ ডেস্ক : ২১ জুলাই, ২০১৯ – আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রিয়া সাহা যে নালিশ জানিয়েছেন তা রাষ্ট্রদ্রোহ নয়, বরং এটা ছোট্ট একটি ঘটনা।
আজ রবিবার প্রিয়া সাহার বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদনের পর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সময় ছাড়া বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি। প্রিয়া সাহা তার ব্যক্তিগত ঈর্ষা চরিতার্থের জন্য এটা করেছেন। এত ছোট্ট ঘটনায় রাষ্ট্রদ্রোহ হয়ে গেছে, তা কখনোই মনে করি না।
তিনি বলেন, প্রিয়া দেশে ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও প্রধানমন্ত্রীর নির্দেশ প্রিয়ার বিরুদ্ধে তড়িঘড়ি করে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।