বাংলাদেশের পাশে আছে কানাডা রোহিঙ্গা সঙ্কট সুরাহায়

0
1

সমাজের কণ্ঠ  ডেক্স  –  কানাডার হাইকমিশনার বেনোয়ে প্রিফন্টেইন বলেছেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে আছে কানাডা। এ সঙ্কটের সুরাহায় স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ। শরণার্থী সঙ্কটের কারণে বাংলাদেশের ওপর চাপ কমাতে সমর্থন দিয়ে যাচ্ছে কানাডা।

বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময়ে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি (ডিকাব) এই মতবিনিময়ের আয়োজন করে। ‘ডিকাব টক’ নামে পরিচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিকাব সভাপতি রাহীদ এজাজ।

হাইকমিশনার বলেন, কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য কানাডার সহায়তা অব্যাহত রয়েছে। ২০১৭ সালে রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকে কানাডা সরকার ৮৬ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দিয়েছে।

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নূর চৌধুরীকে কানাডা সরকার ফেরত দেবে কিনা – জানতে চাইলে প্রিফন্টেইন বলেন, বাংলাদেশ সরকার তাকে ফেরত আনার চেষ্টা করছে। তবে আমি বলতে পারি, কোনো মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে কানাডা ফেরত পাঠায় না। ঐতিহাসিকভাবেই কানাডার আইন অনুযায়ী এমন আসামি ফেরত পাঠানো হয় না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সরকার ও বিরোধীদল – সব রাজনৈতিক দলের সাথে কানাডার ভালো সম্পর্ক রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here