টাঙ্গাইলের যানজটে সেতুমন্ত্রী বায়দুল কাদেরের দুঃখ প্রকাশ

0
1

ফাইল ফটো

সমাজের কণ্ঠ  ডেস্ক   – ১১ আগস্ট, ২০১৯ :  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া সারা‌দে‌শে অন্যান্য সড়কে ঈদযাত্রা‌ স্বস্তিদায়ক হয়ে‌ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট ও যাত্রীদের দুর্ভোগের কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ক‌রেছেন তিনি।

আজ রবিবার সকালে রাজধানীর সা‌য়েদ‌াবা‌দে সড়ক ও জনপথ মোড়ে গণমাধ্যম কর্মী‌দের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি জানান, ওই মহাসড়ক ছাড়া সারা‌ দে‌শের অন্যান্য সড়কে ঈদযাত্রা‌ স্বস্তিদায়ক হয়ে‌ছে। ঢাকা-কুমিল্লা মহাসড়কে মাত্র দেড় ঘণ্টায় যাত্রীরা কুমিল্লা পৌঁছেছেন। ঈদ উপলক্ষ্যে ভুলতা উড়াল সড়ক খুলে দেয়ায় অতি দ্রুত মানুষ গন্তব্যে পৌঁছতে পারছেন। যেখানে কদিন আগেও নূন্যতম আড়াই ঘণ্টা লাগত ঢাকা-কুমিল্লা ভ্রমণে।

টাঙ্গাইলে যানজটের ব্যাপারে ওবায়দুল কাদের ব‌লেন, চালক‌দের রং সাইডে‌ গা‌ড়ি নি‌য়ে‌ প্র‌বে‌শের ফ‌লে যানজট হয়েছে।‌ দুপু‌রের পর টাঙ্গাইল মহাসড়‌কে প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হবে ব‌লে তি‌নি আশাবাদ ব্যক্ত ক‌রেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here