রাবেয়া ও রোকাইয়ার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক  – ১১ আগস্ট, ২০১৯ : সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জোড়া মাথার শিশু রাবেয়া ও রোকাইয়াকে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে তিনি শিশু দুটির চিকিৎসার খোঁজ নেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বেলা ১২টার দিকে হাসপাতালে আসেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

গত ২ আগস্ট হাঙ্গেরির একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল রাবেয়া-রোকাইয়ার জোড়া মাথা আলাদা করতে দীর্ঘ ৩০ ঘণ্টার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপাচার শেষে চিকিৎসকরা জানান, শিশু দুটির অবস্থা স্থিতিশীল।

এর আগে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রীর স্বামী ড. তৌফিক নেওয়াজকে দেখতে যান প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here