ডা. শাহরিয়ার আহমেদ – ভারত নই, চীনের সহযোগিতায় উন্নয়নের শিখরে পৌছাচ্ছে বাংলাদেশ। যা দেখে অশান্তিতে জ্বলছে ভারত। চীন আমাদের দেশে ৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে যেখানে ভারত মাত্র ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে প্রায় ১০০ টি চাইনিজ কম্পানি আমাদের দেশে ব্যবসা স্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। একইসাথে চীন আমাদের দেশকে কারিগরি সহায়তা করে যাচ্ছে যা দক্ষিণ এশিয়ায় পাকিস্তান বাদে কোন দেশকে করছে না।
চীন বুঝতে পারছে বাংলাদেশ এখন এশিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসা বান্ধব দেশ, তাই আমাদের দেশে বিনিয়োগ তারা ৩ গুন হারে বৃদ্ধি করতে যাচ্ছে। একইসময়ে বাংলাদেশে চীনের এই বিনিয়োগ ভারত ভালো ভাবে নিতে পারছে না, ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রসচিব এর সফরে ভারত বার বার আমাদের দেশকে নিজের দিকে টেনে আনার চেষ্টা করেও চরমভাবে ব্যর্থ হয়েছে, বাংলাদেশ সরকার ইতোমধ্যে বুঝতে পারছে ভারতের সাথে তারা দ্বীপাক্ষিক সম্পর্কে বাংলাদেশ কোন ভাবেই উপকৃত হবে না।বরং সীমান্ত হত্যা বেড়েই চলেছে, এছাড়া পানিবন্টন চুক্তি না হওয়া এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ,চলতি সময়ে ভারতে দাঙ্গা , তাদের দেশের মুসলিমদের বাংলাদেশী বলে দাবি করা এসব কিছুই বাংলাদেশ ভালোভাবে নেয়নি, তাই বাংলাদেশ চীনের দিকেই ঝুকে যাচ্ছে । আর চীন এখন বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এসব দেখে বিশেষজ্ঞরা বলছেন ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশে চরমভাবে ব্যর্থ কেননা চীন বাংলাদেশকে অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সবক্ষেত্রেই সহযোগিতা করে যাচ্ছে যা ভারত দিতে পারেনি।
চীনের সহায়তায় বাংলাদেশের অর্থনীতি এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে।এসব কারনে সহজেই অনুমান করা হচ্ছে বাংলাদেশ ও চীনের সম্পর্ক এখন নতুন উচ্চতায় আর ভারতের মুসলিম ও প্রতিবেশী বিদ্বেষী আচরনে ঢাকা ও দিল্লির সম্পর্ক মলিন করে তুলেছে।
ভারত এখন চাইলেও কাছে ঘেঁষতে পারবেনা । তারা অন্য ভাবে চীনের সাথে আমাদের সুসম্পর্ক নষ্ট করতে চাইবে। কিছু আমজনতার ভারতের প্রোপাগান্ডা কে সত্য মনে করেন। সকলকে এই বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। এবং আমাদের দেশ যাতে উন্নয়নের শিখরে পৌছাতে পারে সেই জন্য সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
– Bangladesh Military Affairs