পেয়াজ বন্ধ করার পরও ভারতকে ইলিশ উপহার দেওয়ায় ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ

0
0

সমাজের কন্ঠ ডেস্ক – পেয়াজ বন্ধ করার পরও ভারতকে ইলিশ উপহার দেওয়ায় ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। গত বছরও ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত। তার পর থেকে বাংলাদেশে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যায়। এমনকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও দেশবাসীকে পরামর্শ দিয়েছিলেন পেঁয়াজ ছাড়া রান্না করার শিখতে পারলে ভালো! এবারও একই অবস্থা হতে পারে বাংলাদেশে। কারণ আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আর ঠিক যেদিন ভারতকে ইলিশ মাছ উপহার দিলো বাংলদেশ ঠিক সেদিনই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো ভারত সরকার। যদিও ব্যাপারটা একেবারেই কাকতালীয়। তবে ভারতের এমন সিদ্ধান্ত আবার নতুন করে দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে শুরু করেছে। কারণ ইতিমধ্যে বাংলাদেশের অনেক জায়গায় পেঁয়াজের দাম কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় পৌঁছে গিয়েছে। আগামী কয়েকদিনে পেঁয়াজের দাম সেখানে আকাশছোঁয়া হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বছর পুজোর আগেও ভারতকে ইলিশ মাছ উপহার দিয়েছিল বাংলাদেশ। শেখ হাসিনার সরকার এবারও পুজোর আগে ইলিশ উপহার দিয়ে সৌহার্দের উদাহরণ রেখেছেন। তবে এবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাংলাদেশে সকল জনগনের মনে ক্ষোভ দানা বেধেছে। বাংলাদেশী জনগণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছেন। বলা হচ্ছে, পেয়াজ বন্ধ করার পরও ভারতে ইলিশ পাঠানো সরকারের নতজানুরতারই প্রমান করে! যেখানে ভারত এই নিয়ে পর পর দুবছর পেঁয়াজ রপ্তানি বন্ধ করল! তা হলে আর সুসম্পর্ক বজায় রাখার প্রশ্ন আসছে কোথা থেকে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here