নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টেষ্টে বাংলাদেশের সর্বাধিক রানের রেকর্ড

0
0
স্পোর্টস ডেস্কঃ এশিয়ার বাইরে টেষ্ট ক্রিকেটে নিজেদের দীর্ঘতম ইনিংস খেলার রেকর্ড গড়েছে বাংলাদেশ। এশিয়ার বাইরে পরে ব্যাট করে প্রথমবারের মতো প্রথম ইনিংসে লিড নেওয়ার রেকর্ডও গড়েছেন টাইগাররা। ৩য় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪০১ রান, লিড ৭৩ রান।

 

স্কোর কার্ডঃ 

নিউজিল্যান্ড ৩২৮/১০ (১০৮.১ ওভার)
কনওয়ে ১২২, নিকোলস ৭৫, ইয়ং ৫২, টেলর ৩১, ল্যাথাম ১;
শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২।

বাংলাদেশ ৪০১/৬ (১৫৬ ওভার)
মুমিনুল ৮৮, লিটন ৮৬, জয় ৭৮, শান্ত ৬৪, সাদমান ২২, মিরাজ ২০*, মুশফিক ১২, ইয়াসির ১১*;
বোল্ট ৩০-১১-৬১-৩, ওয়াগনার ৩৮-৯-৯৮-৩।

* বাংলাদেশের লিড ৭৩ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here