নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি আনারুল ইসলাম (৩০)।সে পোড়াবাড়ি নারায়ন পুর গ্রামের আমিন উদ্দীনের ছেলে।
রবিবার (২০ অক্টোবর) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি নারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল পোড়াবাড়ি নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গ্রেফতার আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।