নাজিম উদ্দীন জনি,শার্শা(যশোর)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিলসহ আলামিন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২১ অক্টোবর) রাতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক আলামিন বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ আলামিনকে আটক করা হয়।
অপরদিকে, দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।