মোস্তাক হোসেন স্মৃতি পদক পেলেন যশোরের সাংবাদিক সেলিম আহম্মেদ 

0
0
নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক মোস্তাক হোসেন স্মৃতি পদক পেয়েছেন যশোরের বিশিষ্ট সাংবাদিক, জি বাংলা টিভি জেলা প্রতিনিধি ওজি বাংলা মানব কল্যাণ ফাউন্ডেশন ফোরাম এর কেন্দ্রীয় কমিটির দপ্তার সম্পাদক  সেলিম আহম্মেদ ।
বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও নতুনধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আহমেদ’র লেখা “সাংবাদিক মোাস্তাক হোসেন একটি যুগের প্রতীক” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক তুলে দেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানে সাংবাদিক সেলিম আহম্মেদ সহ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় আরো ৪ জন সাংবাদিককে এই পদক প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও লেখকসহ অন্যান্যরা।
এই পদকপ্রাপ্তি নিয়ে যশোরের  বিশিষ্ট সাংবাদিক সেলিম আহম্মেদ জানান, সাংবাদিক মোস্তাক হোসেন স্মৃতি পদক পেয়ে আমি খুবই আনন্দিত ও সম্মানিত বোধ করছি।
এই পদক সাংবাদিকতায় আমাকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে দায়িত্ব  ও কর্তব্যবোধ। সৎ, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পদক। এ সময় জেলার সকল সাংবাদিক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান সাংবাদিক সেলিম আহম্মেদ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here