শেখ হাসিনার সরকার হলো নারী অগ্রযাত্রার অগ্রদূত – এমপি শেখ আফিল উদ্দীন

0
0
নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোর ৮৫/১ শার্শার সংসদ সদস্য আলহাজ্জ্ব শেখ আফিল উদ্দিন বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড। বর্তমান সরকার মেয়েদের শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে।এক মাত্র শেখ হাসিনার সরকারই হলো নারী অগ্রযাত্রার অগ্রদূত।
 সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ব্যবসায়ী সমাজ সহায়ক ভুমিকা পালন করতে পারে এই উদ্যোগ তারই একটি উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। সিটি ব্যাংক ও এমআরডিআই- এর মিলিত উদ্যোগে ফলশ্রুতিতে শার্শার বসতপুর ১ নং কলোনীতে যে পরিবর্তন শুচিতো হয়েছে এটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই গ্রামের নারী, কন্যা শিশু ও সর্বসাধারনের হাস্যােজ্বল মুখ সিএসআর কার্যক্রম অব্যাহত রাখতে প্রেরনা যোগাবে।
শনিবার(২৮ সেপ্টেম্বর) বিকালে শার্শার বসতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সিটি ব্যাংক এর সিএসআর কার্যক্রমের আওতায় ম্যানেজম্যান্ট এ্যান্ড রিসোর্সেস ডেভলপমেন্ট ইউনিশিয়েটিভ(এমআরডিআই) ও স্থানীয় সহযোগি দৈনিক গ্রামের কাগজের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিটি ব্যাংকের নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মন্জু,উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্জ্ব নুরুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, যশোর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন,শার্শা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান ই গুলশান, সিটি ব্যাংক চিপ ইকোনমিস্ট এ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।
এসময় অন্যোন্যার মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল প্রমুখ।
অনুষ্ঠান শেষে বসতপুর মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দদের কন্যাদের মাঝে ৪১টি বাইসাইকেল বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here