নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় মরহুমা রিজিয়া ছিদ্দিক স্মরণে দুয়া ও বাগআঁচড়া ছিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক পরিক্ষার ২০১৯ ইং ২২জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোবববার (১২জানুয়ারি) সকালে বাগআঁচড়া ছিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রার হলরুমে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ রিজাউল করিম, জেলা শিক্ষা অফিস সহকারী পরিদর্শক গাজী হুমায়ুন কবীর। বাগআঁচড়া ছিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রার অধ্যক্ষ মাওলানা ফসিয়ার রহমানের সার্বিক সহযোগিতায় ও ইংরেজি প্রভাষক রেজাউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, বাকড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সাংবাদিক আলহাজ্ব মাস্টার রবিউল ইসলাম, দাখিল দশম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস। অনন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব হোসেন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রফেসর কবি আতিয়ার রহমান, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, আলহাজ্ব হযরত আলী, জালাল আকরাম, হাসেম আলী, সিরাজুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। দুয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা খায়রুল আলম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২২জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।