নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ২৭৭ বোতল ফেনসিডিল, শাড়ী, থ্রি-পিচ, জুতা, তেল, শার্টের কাপড় সহ শফিকুল ইসলাম (৩৫) নামে এক চোরাচালানিকে আটক করেছে।
বুধবার (২২ জানুয়ারী) সকালে বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে এসব পণ্য সহ তাকে আটক করা হয়।
আটক শফিকুল যশোর পুলেরহাট এলাকার কৃষ্ণমাটি গ্রামের হাবিবুর রহমানপর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শাহিন ফরহাদের নেতৃত্বে নারানপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভিতর থেকে ভারতীয় ২৭৭ বোতল ফেনসিডিল ,শাড়ী, থ্রি-পিচ, জুতা, তেল, শার্টের কাপড়, সাবানসহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল ও ভারতীয় অন্যান্য পণ্য সহ শফিকুলের নামে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।