শার্শা সীমান্তে বিএসএফ’র নির্যাতনে নিহতের লাশ ৮ দিন পর বেনাপোল দিয়ে হস্তান্তর 

0
0
 নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক ব‍্যক্তিকে ভারতীয় বিএসএফ কর্তৃক পিটিয়ে হত্যার  ৮ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ  বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ ।
 বৃহস্পতিবার(৩০জানুয়ারী)দুপুর ১ টার সময় লাশটি হস্তান্তর করা হয়। লাশ হস্তান্তর বিষয়টি অগ্রভূলোট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন নিশ্চিত করে বলেন, লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ভারতের বন্যা বাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা  তাকে পিটিয়ে হত্যা করেন। নিহত হানিফ আলী শার্শা থানার অগ্রভূলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here