বেনাপোলে ট্রাক চাপায় সুমাইয়া আক্তার (১৯) নামের এক নারীর মৃত্যু

0
0

মোঃ শাহারুল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধিঃ যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় পণ্য পরিবহনকারী একটি ট্রাকের চাপায় সুমাইয়া আক্তার (১৯) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।

আজ রোববার দুপুর ১টায় বেনাপোল বন্দরের এক নাম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার বেনাপোল পৌরসভার নারানপুর গ্রামের সাইফুল ইসলাম লিমনের স্ত্রী। মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল তার।

প্রতক্ষ্যদর্শী নাজমুল জানান, ব্যাটারিচালিত ভ্যানে করে বেনাপোল বাজার থেকে চেকপোস্টের দিকে যাচ্ছিলেন ওই নারী। এসময় বন্দরে পণ্য পরিবহন করতে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে ট্রাকের চাকায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, বন্দরের পাশের ফুটপথে খালি ট্রাক রাখা নিষেধ থাকলেও ট্রাক চালকেরা ট্রাফিক পুলিশকে সন্তুষ্ট করে ফুটপথে ট্রাক রাখেন। এতে যানজটের সৃষ্টি হয়ে আমদানি-রপ্তানী বাণিজ্য যেমন ব্যহত হয়, তেমনি ব্যস্ততম সড়কটিতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনায় অনেকেই জীবন হারান।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ট্রাক চাপায় নারী নিহতের ঘটনায় চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here