নাজিম উদ্দীন জনি – শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোলের তেরঘর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় সীমান্ত এলাকার কামারবাড়ী পোষ্টেএ পতাকা বৈঠক অনুষ্টিত হয়।
বিজিবির ১১ সদস্য এ বৈঠকে অংশ গ্রহন করেন।বিজিবির পক্ষে নেতৃত্ব দেন খুলনা-২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার।
ভারতের বিএসএফের পক্ষে ১১ সদস্যর নেতৃত্ব দেন ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নিলোট কুমার পান্ডে।
বৈঠকে সীমান্তে অস্ত্র, মাদক, নারী-শিশু ও সীমান্ত পিলার চেকিং নিয়ে আলোচনা করেন।