অভয়নগরের ভবদহের স্লুইসগেটে টি-আর প্রকল্প চালুর দাবীতে সংবাদ সন্মেলন

0
0

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ যশোরের ভবদাহ সহ অভয়নগরের শ্রী নদীর উপর নির্মিত স্লুইস গেট পরিদর্শন করেছেন পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা।গতকাল (৭ই মে) শনিবার দুপুরে নেতারা ভবদাহ সহ শ্রী নদী পরিদর্শন করে স্রী নদীর উপর নির্মিত ২১ ভোল্টের স্লুইস গেটে সংবাদ সন্মেলনের আয়োজন করেন। বহুবার বহু চেষ্টার পর ও জলবদ্ধতার কোনো অবসান না হওয়ার প্রেক্ষিতে টি-আর প্রকল্প চালুর দাবিতে এ সংবাদ সন্মেলন। সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন সরকার নদী ও জনপদ ডুবিয়ে মারার নীতি গ্রহন করেছে। যে কারনে পানি উন্নয়ন বোর্ড নদী বঁাচানোর পরিবর্তে নদী মারার পরিকল্পনা গ্রহন করেছে।সরকারের পরিকল্পনায় জলবদ্ধতার সমস্যা সমাধানে টি আর এম প্রকল্প চালু রাখার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ড প্রকল্প বন্ধ রেখেছে, ফলে শ্রী নদীতে পলি জমে জলবদ্ধতার অবসান তো হচ্ছে না, বর্ং পলি জমে বন্ধ হবার উপক্রম। যেখানে টি আর এম প্রকল্পের কোনো বকল্প নেই সেখানে বিভিন্ন প্রকল্পের (সেচ) কথা বলে কোটি কোটি টাকা তছরুপ করার ব্যবস্থা সহ জনপদের প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট করেছে। জনপদের স্কুল বাড়িঘর জলবদ্ধ হয়ে আছে । তাই অবিলম্বে ৪৫ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল করে টি আর এম প্রকল্পের ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here