ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণে সরকার ব্যর্থ  – রুহুল কবির রিজভী

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক  :৮ আগস্ট, ২০১৯ –

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণে সরকার ব্যর্থ।

আজ বৃহস্পতিবার ডেঙ্গু সচেতনতায় রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ শেষে তিনি এমন মন্তব্য করেন।

ডেঙ্গু মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারামুক্ত থাকলে ডেঙ্গু সচেতনতায় মানুষের ঢল নামতো।

রিজভী বলেন, খালেদা জিয়া কারাবন্দি না থাকলে আরও বেশি জনসচেতনতা তৈরি হতো। ডেঙ্গু সচেতনতা কর্মসূচিতে আরও বেশি মানুষের ঢল নামতো।

‘আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসেনি বলে জনগণের ব্যাপারে উদাসীন’ মন্তব্য করে রিজভী বলেন, ‘ব্যর্থতা আড়াল করতে ডেঙ্গু নিয়ে গণমাধ্যমের ওপরও দায় চাপানো হচ্ছে।                                                                                                                                        ফাইল ফটো

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here