মোঃ শাকিল আহম্মেদ প্রতিনিধি রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ- জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ দুলাল তার ফেইজবুক একাউন্টে এক স্টেটাস পোস্টের মাধ্যমে তার বক্তব্য গুলো তুলে ধরেন। এই সময়ে তিনি বলেন এ কটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে, বিষয়টি পরিস্কার হওয়া দরকারঃ#ডাকসু নির্বাচন সামনে রেখে ঢাবিতে ছাত্রদলের সকল প্রর্যায়ের নেতৃবৃন্দ সরব ছিলেন।#কিন্ত যেই ভিসি ঘোষণা করলেন প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।তারপর থেকে কিন্ত উপস্থিতি কমতে শুরু করে।।#নির্বাচনের তারিখঃ ঘোষণা দিলো, বয়স ৩০ সীমারেখার মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। বাকীরা সবাই সাইড লাইনে চলে গেলেন।#যাচাই-বাছাই করে প্যানেল দেওয়া হলো,কিছু কিছু পদে প্রার্থী হিসেবে নমিনেশন ফরম জমা পরল না। বিশেষ করে হল গুলিতে ছাত্রদলের পদ অনেক গুলি খালিই রয়ে গেল।। #প্রচার শুরু হলোঃযাদের মনোনয়ন দিলো তারা ব্যতীত কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সেক্রেটারী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাবি সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে তেমন কাউকেই সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ভোট চাইতে দেখা যায় নাই কেন?আমি সহ কেন্দ্রীয়, ঢাবি, মহানগর অন্যান্য বিশ্ববিদ্যালয়, কলেজ নেতা কর্মীদেরও ঢাবির সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ভোট চাইতে দেখা যায় নাই কেন? #নতুন ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়া শুরু হলেই সিংহ, বাঘ, অঞ্চল ভিত্তিক সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠে। । কিন্ত কমিটি গঠন করা হয়ে গেলে ৯০%ই খুজে পাওয়া যায় না।তাহলে নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা জরুরী নয় কেন?