ডাঃ সাঈদ সুজন – বাংলাদেশে প্রতি ঘন্টায় ১৭ জন নতুন করে বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান “আই, এ, আর, সি” এর এক তথ্যমতে, ২০১৮ সালে বাংলাদেশে ১,৫০,৭৮১ জন নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন। যার মাঝে পুরুষ ৮৩,৭১৫ জন এবং মহিলা ৬৭,০৬৬ জন। ২০১৮ তে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন মোট ১,০৮,১৩৭ জন। যার মাঝে পুরুষ ৬২,৫২০ জন এবং মহিলা ৪৫,৬১৭ জন।
তথ্যসূত্রঃ গ্লোবোক্যান ২০১৮
হাসপাতালের সামনেই মানুষ যেই পরিমান ধুমপান করে৷ বাইরে না জানি কি করে৷। ক্যান্সারের হার ডাবল হবে প্রতি বছর।।