অভয়নগর (যশোর ) প্রতিনিধি-
শিশু ও নারী উন্নয়ন সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় অভয়নগরে দু’দিন ব্যাপী এই শিশু মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার (৮ জুন) সকালে নওয়াপাড়া ইনস্টিটিউট প্রাঙ্গনে অভয়নগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও মেলার উদ্বোধন ঘোষণা করেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রবিউল হাসান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিলা আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।