চুয়াডাঙ্গায় নদী খননকালে পাওয়া গেলো ২শ বসরের পুরাতন কঙ্কাল ও জাহাজের ধ্বংসাবশেষ

0
0

সমাজের কন্ঠ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা ভৈরব নদী খননকালে বেরিয়ে এলো প্রায় ২শ’ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড়। জাহাজের ধ্বংসাবশেষ ও মৃত মানুষের হাড় দেখতে সেখানে ভিড় করছেন এলাকার উৎসুক ও কৌতূহলী জনতা।

গতকাল বৃহস্পতিবার (৭ই এপ্রিল) নদীর মাটি খননের সময় জাহাজের নোঙরসহ পাটাতন ও বিভিন্ন ভাঙ্গাচোরা অংশ ও মৃত মানুষের হাড় পাওয়া যায়।

স্থানীয়রা জানান, দামুড়হুদার সুবুলপুরে গত বছরের ১৯ ডিসেম্বর ভৈরব নদ খনন কাজের উদ্বোধন হয়।

বৃহস্পতিবার মাঝরাতে নদ খননের এক পর্যায়ে কার্পাসডাঙ্গা-বাঘাডাঙ্গার নীল কুঠির নিচে মাটি কাটা ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের সময় ড্রেজার মেশিনের চালক ব্রিটিশদের পণ্যবাহী শত বছরের উপরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড় ড্রেজারে উঠে আসে।

এ খবর শুক্রবার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত উৎসুক ও কৌতূহলী জনতা সেখানে জাহাজটি দেখতে ভিড় জমান।

খবর জানার পর দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

ব্রিটিশ আমলে ভৈরব নদীর পাড়ে ব্রিটিশদের কুঠিবাড়ি ছিল এবং এটি ছিল নীলকরদের রাজধানী। সেকারণে এই বাণিজ্যকেন্দ্রে ব্রিটিশসহ তৎকালীন কলকাতার সাথে এই বঙ্গের ব্যবসায়ীদের যোগাযোগ ও মালামাল বহনে জাহাজ ও বড় বড় বজরা (নৌকা) আসা যাওয়া করতো।

এলাকাবাসীর ধারণা, নদীখননে যেসব ধ্বংসাবশেষ পাওয়া গেছে হতে পারে সেগুলো সে সময়কার ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here