অভয়নগরে করোনার নমুনা দিতে জনসাধারনের অনীহা। নতুন করে ২জন করোনায় আক্রান্ত।

0
0

ইমরান সাকিব, নওয়াপাড়া পৌর প্রতিনিধি।অভয়নগরে করোনার নমুনা দিতে জনসাধারনের অনীহা। নতুন করে ২জন করোনায় আক্রান্ত।

অভয়নগরে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে নমুনা প্রদানে সাধারণ মানুষ অনাগ্রহী বলে জানিয়েছেন অভয়নগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করোনা রোগী ভর্তি আছেন।

তারা হলেন, নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার শিক্ষক আবু দাউদ (কচি হুজুর), উপজেলার বাগদাহ গ্রামের আব্দুল খালেকের মেয়ে বেবী, হোম আইসোলেশনে আছে ১৮জন করোনা রোগী। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩টি, গতকাল বৃহস্পতিবার কেউ করোনা পজিটিভ হয়নি। গত বুধবার ১৭টি নমুন সংগ্রহ করে ১১টি পজিটিভ হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৪শ’ ৩৬জন, এ পর্যন্ত সর্বমোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫শ’ ৯জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪শ’ ৭০জন। এ পর্যন্ত মৃত রোগীর সংখ্যা ১৭জন।

রেফার্ডকৃত রোগীর সংখ্যা ২জন। এব্যাপারে অভয়নগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, যেভাবে মানুষ করোনা আক্রন্ত হচ্ছে, সে তুলনায় মানুষ নমুনা প্রদান করছেনা। নমুনা প্রদানে মানুষকে আগ্রহী করে তুলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here