করোনা ভাইরাসঃ এবার শনাক্ত ওমিক্রনের থেকেও ভয়ঙ্কর শক্তিশালী ভ্যারিয়ান্ট ‘নিওকোভ’

0
0

ডা. শাহরিয়ার আহমেদঃ সারাবিশ্বে মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবা চলছেই, এরই মাঝে ওমিক্রন দেখা দেওয়ার পর এবার নতুন করে দেখা দিয়েছে করোনা ভাইরাসের আরেক নতুন ভ্যারিয়েন্ট নিওকোভ। চীনের উহানের গবেষকেরা করোনা ভাইরাসের নতুন ওই ধরন শনাক্ত করেছেন। গবেষক দলটির ভাষ্য অনুযায়ী, নিওকোভ ধরনটি এখন পর্যন্ত মানুষকে আক্রান্ত করেনি। গবেষকরা বলছেন, আপাতত এ ভাইরাস দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের শরীরে ছড়ালেও ভবিষ্যতে তা মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, নিওকোভ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। খবর এনডিটিভির।

গবেষকেরা বলছেন, ২০১২ সালে সৌদি আরবে শনাক্ত হওয়া ভাইরাস মার্সের (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) সঙ্গে নতুন ধরনটি খুব সংশ্লিষ্ট। এটি মার্স কভের মতোই প্রাণঘাতী (প্রতি তিনজনে একজনের মৃত্যু) এবং বর্তমান করোনাভাইরাসের বিভিন্ন ধরনের মতো উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন হতে পারে। চীনা গবেষকেরা আরও আশঙ্কা করেছেন, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য বিদ্যমান অ্যান্টিবডি দিয়ে নিওকোভকে ঠেকানো যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here