সমাজের কন্ঠ মেডিকেল ডেস্ক – দিন যত যাচ্ছে, ততই সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে । রাজধানী ঢাকা সহ সারাদেশে ডেঙ্গু এখন একটি আতঙ্কের নাম। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেই কেউ ছুটছেন হাসপাতালে আবার কেউবা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। তবে ঢাকাতেই প্রকোপ বেশি।
রাজধানীর সরকারি-বেরসকারি হাসপাতালগুলোর কেবিন, ওয়ার্ড, বারান্দা সব জায়গায়ই এখন ডেঙ্গুরোগী ভর্তি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী আজ বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে ৯ হাজার ২৫৬ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এমন তথ্য জানিয়েছে।
এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি। এখানকার নতুন ভবনের চার, পাঁচ, ছয়তলাতেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। এখানেই শুধু ভর্তি ১১২ জন। মিডফোর্ড হাসপাতালে ৫৮ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬৩ জন রোগী ভর্তি।
অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯ হাজার ২৫৬ জন। এরমধ্যে শুধু ঢাকাতেই ৯ হাজার ৩৬ জন আর বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৪৪৭৫ জন রোগী। আর মারা গেছেন ৮ জন; যদিও সংশ্লিষ্টরা বলছেন, মৃত্যুর সংখ্যা সরকারি এই হিসেবের চেয়ে অনেক বেশি।
কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী, ডেঙ্গু রোগে গত জানুয়ারিতে ৩৭ জন, ফেব্রুয়ারিতে ১৯ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জনের মধ্যে মারা গিয়েছিল ২ জন, মে মাসে ১৮৪ জন, জুনে ১ হাজার ৮২৯ জনের মধ্যে মারা গিয়েছিল ২ জন এবং চলতি মাসের এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১১২ জন। এছাড়া চলতি মাসে মারা গেছে ৪ জন।