কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে দুই ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা।চিকিৎসকদের কর্মবিরতি

0
19

সমাজের কন্ঠ ডেস্ক : কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার ও দুই ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।  

এর প্রতিবাদে হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসক সাইমুল ইসলাম জিসান জানান, রোগীর ৪০-৫০ জন স্বজন এসে মেডিসিন ইন্টার্ন রুমে ঢুকে।

এ সময় তারা ইন্টার্ন চিকিৎসক ডা. রাসেল আল মাহমুদ, ডা. জ্যাকসন ত্রিপুরাকে মারধর করে।

তাদের হামলায় আহত হন সহকারী রেজিস্ট্রার ডা. ফাহিম মো. তাজনুন।

এছাড়া ওয়ার্ড বয়, নার্সদের ওপরও হামলা চালায় তারা।

এ সময় হামলাকারীরা ফ্রিজ, টেবিল ও চেয়ার ভাঙচুরের পাশাপাশি রোগীদের ফাইলপত্র ছিড়ে ফেলে।

এ ঘটনায় দোষীদের শাস্তি এবং হাসপাতালে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

সুত্র – মেডিভয়েস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here