জহর হাসান সাগরঃ সাতক্ষীরার দেবহাটায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়ে মোটর সাইকেলের চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আশরাফুজ্জামান সোনা (৩৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোফাজ্জেল মোড়লের ছেলে। পেশায় তিনি মৎস্য ঘের ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন , শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে
সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দেবহাটার গাজীরহাট এলাকায় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময় হটাৎ গাজীরহাট বাজার পার হয়ে আশরাফুজ্জামান সোনা মোটর সাইকেল চালিয়ে ট্রাকটিকে ওভারটেক করে সামনে গেলে ট্রাকটি মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক আশরাফুজ্জামানের মৃত্যু হয়। । দূর্ঘটনা পরবর্তী ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে দেবহাটার ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছে আশরাফুজ্জামানকে উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশটি দেবহাটা থানায় আছে।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, লাশটি থানায় আছে। এবিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহন করা হবে