রাজধানীতে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক  -৮ আগস্ট, ২০১৯ :

রাজধানীর পুরানা পল্টনের একটি ভবন থেকে পড়ে শাকিলা (১৮) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গৃহকর্তার পরিবার সূত্র জানায়, পুরানা পল্টনের ৫১/৩ জাহান টাওয়ারের ষষ্ঠ তলায় পরিবারটিতে গৃহকর্মী হিসেবে থাকতেন শাকিলা। পরিবারের সদস্যরা সিসিটিভি ক্যামেরায় ভবন থেকে লাফ দিতে দেখে সিকিউরিটি গার্ড তাদেরকে ফোন দেন তারা। এর পরপরই নিচে গিয়ে দেখা যায় শাকিলাকে ভ্যানে তোলা হচ্ছে। তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সোয়া ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here