সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।।দেশের বর্তমান করোনা ভাইরাস মহামারীর লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রি নিয়ে দুরপাল্লার গণপরিবহন চালু, ক্ষতিগ্রস্থ শ্রমিকের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তার ব্যবস্থা,বাস টার্মিনালে ওএমএস ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ব্যবস্থা এবং টার্মিনালের জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ সহ চার দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ডিমলা উপজেলা শাখা।রোববার(৯ মে)দুপুরে ডিমলা ঢাকা কোচ বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে উপজেলা পরিষদ মাঠে সমাবেশে মিলিত হয়।এ সময় এতে বক্তব্য দেন, ডিমলা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী হাবলু, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি মাহাবুব ইসলাম, মটর শ্রমিক নেতা চিত্ত রঞ্জন রায় প্রমুখ।বিক্ষোভ-সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বরাবর তারা স্মারকলিপি প্রদান করেন।