নীলফামারির ডিমলায় ৮ টি ভারতীয় গরু আটক

0
0
সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় চোরাই পথে অবৈধভাবে নিয়ে আসা ৮টি ভারতীয় গরু আটক করেছে পুলিশ।আটককৃত গরু গুলো বর্তমানে ডিমলা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে,শনিবার(১৪ মে)ভোরে সহকারি পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)আলী মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান,ওসি(তদন্ত)বিশ্বদেব রায়সহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আনছের আলীর ছেলে মানিকের পরিত্যক্ত বাড়ি থেকে অবৈধভাবে চোরাই পথে নিয়ে আসা ৮টি ভারতীয় গরু আটক করেন।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।পরে রাতে ডিমলা থানার এসআই কামাল হোসেইন বাদী হয়ে নামিয় ৭ জন ও অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।যার মামলা নম্বর-১৬,তারিখ-১৪/৫/২০২২ইং।

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু আনার সময় উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়নের থানার হাট  ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ ক্যাম্পের ৫১ বিজিবির সদস্যরা ১৩টি ভারতীয় গরু আটক করেন।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান ৮টি গরু আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরু গুলোকে আটক করা হয়েছে।আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here