তিনি আরো বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে চিকিৎকের যা হবার তা হবে। সরকার ব্যবস্থা নেবে। কিন্তু মাশরাফি তাকে বলতে পারেন না যে, আমি আপনাকে কী করতে পারি। এটা প্রকারান্তরে হুমকি। তিনি চিকিৎসককে কী করতে পারেন? এছাড়া তিনি ‘ফাজলামি’ শব্দটা ব্যবহার করেছেন। একজন সংসদ সদস্যের মুখে ‘ফাজলামি’ শব্দটা মানায় না। এটাও এক ধরনের ফাজলামি। কোনো চিকিৎসক তার চাকরিবিধি ভঙ্গ করলে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু চিকিৎসকের ডিউটিটা বুঝতে হবে।